ভূরুঙ্গামারীতে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেল ১৪ নারী পুরুষ। নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ হওয়ায় এবং বাকী ৬ দিন হোম কোয়ারেন্টে থাকার শর্তে তাদেরকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, ২৪ এপ্রিল গাজিপুর ভাওয়াল থেকে এসব নারী পুরুষ ভূরুঙ্গামারীতে আসলে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী সরকারী কলেজে প্রাতিষ্ঠানকি কোয়ারেন্টোইনে রাখা হয় এবং সকলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ায় এবং বাকী ৬দিন তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে মুক্তি দেওয়া হয়।
২ মে উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, অধ্যক্ষ আব্দুল্লাহীল বাকী, ওসি আতিয়ার রহমান, ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম