4:53 AM, 13 November, 2025

এবার নাগেশ্বরীতে করোনার থাবা; আক্রান্ত এক যুবক

civil sergon

কুড়িগ্রামে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে নাগেশ্বরী পৌরসভা এলাকার বাঘডাঙ্গা গ্রামের ২৫ বছর বয়সী যুবকের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। উক্ত যুবক ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন। এরপর গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এই যুবকসকহ জেলায় এ পর্যন্ত ১১ জনের করোনা শনাক্ত হল বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

তিনি আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৪২২ জন। মেয়াদ শেষ হওয়ায় ৮৫৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।

এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ৫১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৩৮ জনের ফলাফল এসেছে। তার মধ্যে ১১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ। এদের ৪ জনকে জেনারেল হাসপাতালে, ৩ জনকে রৌমারী ও ১ জনকে ফুলবাড়ী উপজেলা হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ড রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সদর উপজেলার ধনঞ্জয় গ্রামে ১ জন গৃহবধূ, চিলমারী উপজেলায় ১ জন ও নাগেশ্বরী উপজেলায় সদ্য শনাক্ত ১ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *