11:51 PM, 12 November, 2025

নবাবগঞ্জে লকডাউনে থাকা গ্রামবাসীকে খাবার সামগ্রী প্রদান

লকডাউন

দিনাজপুরের নবাবগঞ্জে করোনা রোগী শনাক্ত হওয়া গত ১৪ এপ্রিল থেকে লকডাউনে থাকা উপজেলার শালদিঘী গুচ্ছ গ্রামের অসহায় ১শ পরিবারের মাঝে ১০ দিনের খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ ২৭ এপ্রিল দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার শালদীঘি আশ্রায়নের লক ডাউনে থাকা শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এ সময় নিবাসীদের পক্ষে খাদ্য সামগ্রী নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের হাতে বিতরণের জন্য তুলে দেন উপজেলা স্বাস্হ‍্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাজান আলী । পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির রাজু উপজেলা স‍্যানেটারী ইন্সপেক্টর মোঃ মোকছেদুল মোমিন । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআই ও রেফাউল আজম জানান লক ডাউনে থাকা পরিবার গুলোর মাঝে সরকারি ভাবে খাদ‍্য সহায়তা প্রদান করা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নিবাসীদের বলেছেন আপনার কোন ভাবেই নিজেদের ঘর হতে বের হবেনা। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক দুরত্ব রক্ষা করতে গ্রাম পুলিশের সাথে কাজ করে যাচ্ছেন। এসময় নির্বাহী অফিসারের এমন কাজ উপস্থিত সকল কে করোনা ভাইরাস প্রতিরোধে সহায়ক হতে আগ্রহ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *