2:12 AM, 13 November, 2025

আখিরা দারিদ্র জনসেবা সংগঠনের উদ্দ্যেগে ত্রান বিতরণ

94356750_1165756767107111_855152624566009856_n

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেরার ৭নং দাউদপুর ইউনিয়নে আখিরা জনসেবা সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে শনিবার সকালে গৃহবন্দি অসহায় নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত সংগঠনের সভাপতি মোঃ মেহেদি মোস্তাক বলেন, আমরা আমাদের সংগটনের মাধ্যমে গরিব অসহায় মানুসের সকল প্রকার সমস্যার সমাধান করার চেষ্টা করবো ।
এ সময় উক্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *