গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় মঙ্গলবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে বৃদ্ধি পেয়েছে ১২৬জন। এদিকে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ১৩ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত এসব রোগীরা সবাই গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯৬৫ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৪৮, গোব্দিন্দগঞ্জে ৩১৮, সদরে ৩৩১, ফুলছড়িতে ৪১৭, সাঘাটায় ৫২১, পলাশবাড়িতে ২৬, সাদুল্যাপুর উপজেলায় ৩০৪ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১০৫ জন রয়েছে ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম