11:27 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে ওসির  অভিযান

IMG_20200418_142147

ঠাকুরগাঁওয়ে বালিয়ায় ঢাকা ফেরত এক পরিবারকে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে সদর থানা পুলিশের ওসি অভিযান চালিয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের জাঠিভাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়। স্থানীয়রা জানান,জাঠিভাঙ্গা গ্রামের বাসিন্দা মজিদের বাড়ীতে তার মেয়ে ও জামাই ঢাকা থেকে আসায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তারা অবাধে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বিষয়টি চেয়ারম্যানকে অবগত করলে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ওসি ঘটনা স্থলে এসে ঐ পরিবারকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলেন।

এ বিষয়ে সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান,৫ নং বালিয়া ইউনিয়নে জাঠিভাঙ্গা গ্রামে মজিদ নামে এক ব্যক্তির বাড়ীতে তার মেয়ে ও জামাই ঢাকা থেকে এসেছে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি চেয়ারম্যান অবগত করলে ঘটনা স্হলে গিয়ে ঐ পরিবারকে হোম কোয়ারান্টাইন থাকতে নিশ্চিত করা হয় এবং অবাধে ঘুরা ফিরা করতে নিষেধ করা হয়।

৫ নং বালিয়া ইউনিয়ন চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি জানান,জাঠিভাঙ্গা গ্রামে মজিদের বাসায় তার মেয়ে ও জামাই এসেছে এমন খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্ঠি হয়।বিষয়টি ওসি তানভীরুল ইসলাম কে জানালে ওসির নেতৃত্বে ঐ পরিবারকে হোম কোয়ারান্টাইন থাকতে নিশ্চিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি,ইউপি সদস্য সফিকুল ইসলাম লিটনসহ সদর থানা পুলিশ  ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *