
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর ঘোড়াঘাট রোডে শিমুলতলা সমবায় পানচাষী বাজারের সামনে ইটভাটার মাটিবাহী মরণযান ট্রাক্টরের চাপায় প্রান গেলো সাদুল্যাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের মৃত ইসমাইল গাছুর পুত্র পানচাষী সেকেন্দার আলীর (৫৫)। এ ঘটনায় ঘাতক ট্রাক্টর ও চালক বরিহরিণমারী গ্রামের আবুল কাশেমের ছেলে আল আমিন (২০) কে আটক করেছে এস আই নুরে আলমের নেতৃত্বে পলাশবাড়ী থানা পুলিশ।
আজ ১৪ মার্চ শনিবার দুপুরের আগে পানবাজারে পান বিক্রি করে বের হয়ে রাস্তায় উঠার পর ইটভাটাগামী মাটিবাহী ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মারা যান পান চাষী সেকেন্দার আলী।
ঘাতক ট্রাক্টর ও চালক কে আটকের বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম