3:25 AM, 13 November, 2025

নবাবগঞ্জে করোনা ভাইরাস সম্পর্কে জন-সচেতনা মূলক সভা অনুষ্ঠিত

FB_IMG_1583943815016

এম এ সাজেদুৃল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকেঃ

দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাস বিষয়ে সচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বুধবার সকাল  ১১টায় উপজেলা অডিটরিয়ামে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) ডা: শাহাজাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম  প্রমূখ। সভায় বক্তরা বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার প্রদ্ধতি সম্পর্কে অবহিত করেন। আতংকিত না হয়ে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। এছাড়া সকল প্রতিষ্ঠানের প্রধানদের ছাত্র-ছাত্রীদেরকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার নির্দেশ দেওয়া হয়।