মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্দোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় র্যালিটি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে রওনা হয়ে ঠাকুরগাঁওয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আবুল আসাদ মিয়া, রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক সৈয়দ সোলেমান আলী, ইএসডিওর প্রোগ্রম কো-অডিনেটর রফিকুল ইসলাম, প্রেসকাবের সভাপতি মুনসুর আলী, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর দ্রোপদী দেবী আগারওয়ালা সহ সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
র্যালিতে ঠাকুরগাঁও জেলার রেড ক্রিসেন্টের কর্মীগণ, সকল প্রকার সরকারি প্রতিষ্ঠান, সকল প্রকার বেসরকারি প্রতিষ্ঠান, সকল প্রকার স্বয়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারী গণ র্যালিতে অংশ গ্রহণ করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম