ভারতে মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাকুন্দিয়ায় তৌহিদী জনতার মানববন্ধন পালিত

মো. স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ):
ভারতে মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ মার্চ) জুমআ’র নামাজের পর উপজেলা বাজার জামে মসজিদের সামনে পাকুন্দিয়া-মঠখোলা সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
পাকুন্দিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির শেখের সঞ্চালনায় এতে পাকুন্দিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিস আলী সভাপতিত্বে পৌরসভার কাউন্সিলর মো. শরিফুল ইসলাম সুজন, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল জুয়েল, ব্যবসায়ী হুমায়ুন কবির, ছাত্রনেতা আমিনুল হক জর্জ এবং পাকুন্দিয়া ইসলামীয়া ইয়াতিমখানার শিক্ষক ও সাংবাদিক মো. স্বপন হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধনে ভারতে মুসলমানদের হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এসময় মুসলিম নির্যাতন বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। সহিংসতা ইসলাম কখনো সমর্থন করে না।
এদিকে পাকুন্দিয়া উপজেলা পরিষদ মসজিদসহ বিভিন্ন মসজিদে ভারতে নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া চেয়ে মোনাজাত করা হয়।
