3:24 AM, 13 November, 2025

মটরসাইকেল চাপায় গোবিন্দগঞ্জে এক পথচারীর নিহত

motor saikel

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের চেচকা গ্রামে ২ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মটরসাইকেল চাপায় জালাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ পথচারীর নিহত হয়েছে। নিহত জালাল উদ্দিন ওই ইউনিয়নের ফেসদা গ্রামের মৃত এজারত উল্যার ছেলে।

স্থানীয়রা জানায়, শাখাহার ইউনিয়নের কোকারিয়া গ্রামের মনোয়ার হোসেন মটরসাইকেল নিয়ে বৈরাগী হায়ে যাওয়ার সময় জালাল উদ্দিনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।