সফিকুল ইসলাম,
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের নাগরকান্দি তিতাস চৌরাস্তা এলাকায় ‘নাগরকান্দি মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ইফাদা ইলেক্ট্রনিক্স লি. এর সত্বাধিকারী এইচ এম আমজাদ হোসেন মসজিদটি উদ্বোধন করেন।
উদ্ধাধনীয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধূরী, মসজিদ কমিটির সভাপতি হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কোষাদক্ষ মোহাম্মদ আলী হোসেন, মসজিদের পেশ ইমাম শাহ আলী, স্থানীয় আব্দুল মানাফ, ফুল মিয়া, আব্দুল করিম, খলিল মিয়া, জমির উদ্দিন খাঁন, আব্দুর রশিদ, মজিবুর রহমান, মিজানুর রহমান, বাচ্চু মিয়া, আবুল বাসারসহ এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লি। উদ্বাধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন রঘুনাথপুর দাখিল মাদ্রাসার আরবি প্রভাষক মো.হাবিবুর রহমান।
ইফাদা ইলেক্ট্রনিক্স লি. এর সত্বাধিকারী এইচ এম আমজাদ হোসেন ও এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে মসজিদটি নির্মান করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম