এম. এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দিশবদী হাতিশাল দ্বি-মুখী ফাযিল(স্নাতক) মাদ্রাসায় শনিবার দুপুর সারে ১২ টায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাহাদত মোঃ সায়েম সবুজ, ৬নং ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসমান জামিল, ৪নং শালখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ভিত্তিপ্রস্ত শেষে উন্মুক্ত আলোচনায় জনাব শিবলী সাদিক বাংলাদেশ উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন। এ সময় উপস্থিত থাকা মাদ্রাসা শিক্ষার্থীদের শহিদ মিনার স্থাপনের আবদার পূরণ, মসজিদ ও এতিমখানায় অনুদান প্রদান ও হাতিশাল গ্রামবাসীর কাঁচা রাস্তা পাকা করণের আশ্বাস দেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম