12:41 AM, 14 November, 2025

গোলাপগঞ্জে আন্তর্জাতিক ভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

IMG_20200222_224924

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক মার্তৃভাষা উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারী সকাল ৮টায় প্রভাত ফেরী, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এর পূর্বে দিবসের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে, সমবায় কর্মকর্তা জামাল মিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। অন্যান্যের এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শবনম শারমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভ‚গোল ও পরিবেশ বিভাগের প্রভাষক, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি শাহনাজ শিমুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ¦ শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা খয়রুল আমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা শরফ উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, এসআই খান জালাল হোসেন প্রমুখ।