6:42 PM, 13 November, 2025

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন

IMG_20200221_195449

কাজী সাইফুল,পঞ্চগড় প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ৭ দিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৭ দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে বই মেলার উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ আব্দুল আলিম খাঁন ওয়ারেশী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেহানুল হক,সদর উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনসহ বই প্রেমিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বই মেলার বিভিন্ন স্টল খুরে দেখেন,জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলি। মেলায় ২২টি স্টলে বিভিন্ন ধরনের বই, দেয়াল পত্রিকা ও তথ্যপত্র প্রদর্শন করা হয়।পরে সরকারী অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অুনুষ্ঠিত হয়।