এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে উন্মুক্ত সভা থেকে প্রকৃত দুস্থ–অসহায়দের বাছাই করে ভাতাভোগীর তালিকা করছে উপজেলা প্রশাসন। বুধবারে উপজেলার ২ নম্বর বিনোদ নগর ইউনিয়ন পরিষদ মাঠে উন্মুক্ত সভার মাধ্যমে প্রকৃত বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ভাতা পাওয়ার যোগ্য নারী, পুরুষ ও শিশু বাছাই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে যাচাই বাছাই করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার । এসময় উপজেলার কমিশনার (ভুমি) আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যেরা উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর ডিজিটাল সাইনবোর্ড স্থাপন
নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর)
দিনাজপুরের নবাবগঞ্জে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর মেন গেটে ডিজিটাল সাইনবোর্ড স্থাপন করা হয়েছে । বৃহস্পতিবার রাত ১১টায় ডিজিটাল সাইনবোর্ড এর উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার । এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম , নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর আহব্বায়ক নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মোস্তফা কামাল , বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুর রহমান, নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আনিসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম