মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারে সংঘর্ষে আগুন লেগে ২ যাত্রী ও চালক আহত হয়েছেন।
আহতদের মধ্যে প্রাইভেটকার চালকের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোপালগঞ্জগামী প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় ট্রাকটি পাশের খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারের সিলিন্ডারে আগুন ধরে। এতে প্রাইভেটকারের চালকসহ তিন জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে প্রাইভেটকারটি পুড়ে যায়।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক-প্রাইভেট সংঘর্ষে আহত প্রাইভেটকার চালক ও যাত্রীদের মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে প্রাইভেটকার চালকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম