পঞ্চগড় জেলা ক্ষেতমুজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত

কাজী সাইফুল, (পঞ্চগড়) প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি পঞ্চগড় জেলা কমিটির সম্মেলন রবিবার দেবীগঞ্জ পাবলিক ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা ক্ষেতমুজুর সমিতির সহ-সভাপতি মনছুর আলীর সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষেতমুজুর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও ক্ষেতমুজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আশরাফুল আলম, নীলফামারী জেলা কমিউনিস্ট পাটির সভাপতি কমরেড় আতিয়ার রহমান। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতমুজুর সমিতির নেতা রহিদ সফিকি মিন্টু, জহিরুল ইসলাম, ইউনুছ আলী, আলী মতুজা, লিহাজ উদ্দীন মানিক প্রমুখ। আলোচনা সভার আগে দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জাতীয় ও দলীয় পতাকা উঠিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি বিশাল লাল পতাকার মিছিল দেবীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। আলোচনা শেষে মোঃ আশরাফুল ইসলামকে সভাপতি ও রহিদ সফিকী মিন্টু কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পঞ্চগড় জেলা ক্ষেতমুজুর সমিতির কমিটি গঠন করা হয়।
