11:07 AM, 13 November, 2025

দেবীগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

IMG_20200211_200323

কাজী সাইফুল, (পঞ্চগড়) প্রতিনিধিঃ

দেবীগঞ্জ উপজেলার কলেজ পাড়া এলাকায় আজ মঙ্গলবার বিকেলে খড়ের আগুনে পুড়ে রায়হান (০৫) শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা সহ কয়েক দিন আগে নানীর বাড়িতে আসছে।তার নানী গ্রামের বাড়ি থেকে কলেজ পাড়ায় খড় নিয়ে আসে । রায়হানের ছোট ভাই সহ খোলা মাঠে খেলতে খেলতে তারা নিজেই খড়ের পোয়ালে আগুন লাগিয়ে দেয়। আগুনের ভয়াবহ দেখে ছোট ভাই চিৎকার করে পালিয়ে গেলেও বড় ভাই রায়হান খড়ের নিচে চাপা পরে যায় । ছোট ভাইযের চিৎকার শুনেনে এলাকার লোকজন ছুটে এসে রায়হান কে মৃত উদ্ধার করে ।পরে ডোমার ফায়্যার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রে আনে।

নিহত শিশু পঞ্চগড় পৌরসভার জালাসী এলাকার এ্যাডঃ রাকিবুল ইসলাম তারেকের বড় ছেলে । এ ঘটনা শুনে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান সহ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী,উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি গিয়াস উদ্দিন ঘটনা স্থলে ছুটে যান এবং পরিবার কে শান্তনা দেন ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।