পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত, আহত ৩

কাজী সাইফুল, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিপুল চন্দ্র রায়(১২) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার বিকাল ৪:৩০ টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের বোদা দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ের লক্ষীরহাট তিনরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বিপুল চন্দ্রের বাড়ি উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শিমুলগুড়ি। তার পিতার নাম জয়দেব চন্দ্র।
প্রত্যক্ষদোষীদের মাধ্যমে জানা যায় যে, নিহত বিপুল চন্দ্র বোন ও ভগ্নীপতি সহ অটোভ্যান যোগে আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে যাচ্ছিল। প্রতিমধ্যে লক্ষীরহাট তিনরাস্তার মোড়ে রথীন্দ্রনাথ মোটরসাইকেল মেকানিকের দোকানের সামনে যাওয়ার পরপরই বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি সামনে থেকে তাদের ভ্যানে ধাক্কা দিলে ভ্যান থেকে সকলেই ছিটকে পড়ে যায়। এসময় বিপুল চন্দ্রেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত বিপুল এর বোন কৃষ্ণা রানী(১৯), তার স্বামী প্রদীপ কুমার (২৩) এবং তাদের ভাগ্নে প্রমথ চন্দ্র (২২) গুরুতর আহত হয়। আহত তিনজনের মধ্যে কৃষ্ণা ও প্রদীপ কুমারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিপুল নামে একজন নিহত ও অপর তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
