কাজী সাইফুল, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” দেখে আর বাড়ি ফেরা হলোনা ডাইমুল ইসলাম (৫৩) নামের এক মোটর সাইকেল আরোহীর। এর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তার। ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত হন তিনি। ডাইমুল পঞ্চগড় পৌর শহরের ডোকরোপাড়া এলাকার মৌলবী মুসলিম উদ্দিনের ছেলে। সে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিটার অপারেটর পদে কর্মরত।
শুক্রবার রাত ১১ টার দিকে সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের জগদল চৈতন্যপাড়া এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিটিভির দর্শক নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” উপভোগ করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম