4:57 PM, 13 November, 2025

জয়পুরহাটে স্কুলে নেয়ার পথে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

dead-body_4

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার আমদই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের নুর আলমের স্ত্রী রেহেনা খাতুন (২৬) ও তার মেয়ে আনিকা (৭)। আনিকা একটি কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

০৩ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার হেলকুন্ডা জলাটুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে শাহরিয়ার খাঁন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একটি ব্যাটারি চালিত ভ্যান করে আনিকাকে নিয়ে তার মা রেহানা কিন্ডার গার্ডেন স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় জলাটুল এলাকায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মা ও মেয়ে ভ্যান থেকে পড়ে যায়। আর তখনেই ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকসহ হেলপারকে আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।