পঞ্চগড়ের সাতমেড়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কাজী সাইফুল (পঞ্চগড়)
পঞ্চগড়ে আঁখি বেগম (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের গোয়ালঝাড় এলাকায় লাশটি উদ্ধার করা হয়। আঁখি ওই এলাকার আজগর আলীর মেয়ে ও জগদল নুর আক্তার বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সির ছাত্রী। জানা যায়, বাড়িতে একায় ছিল আঁখি। দুপুরে পাশের বাড়ির সালাম কোদাল খুজতে গিয়ে বাড়িতে কাউকে না পেয়ে ঘরের ভিতরে যায়। এসময় আঁখিকে তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ছাত্রীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
