গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুরের বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
উপজেলার মৃত আহম্মদ আলীর পুত্র মোঃ মোফাজ্জল হোসেন কালু আজ ১৫ নভেস্বর শুক্রবার সকাল অনুমান ৭ টার সময় দেবপুরে তার পোটলের জমির উপর দিয়ে সাইদুর ও নজরুল মিয়ার সেচ পাম্পের কারেন্টের তার বিচানো ছিলো এবং এলাকা বাসী কয়েক দিন হলো বলতেছিল যে আপনারা এখন কারেন্টের লাইন টা কেটে রাখেন কিন্তুু তারা নাকি বলে ওই রকম ২ - ৪ জন কালু মারা গেলে আমাদের কিছুই হবে না। মোফাজ্জল হোসেন জমিতে পোটল তোলার জন্য গেলে সেচ পাম্পের তার পোটলের ঝাংলার উপরে পরে ছিলে সে বুঝতে পারিনি এবং সেই তারে হাত পরা মাত্রই তার হাত আটকে যায়। তখন জমির আশে পাশে থাকা লোকজন দৌড়ে এসে তাকে মৃত উদ্ধার করে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম