পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাহিম ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র ৬ নং সাতমেরা ইউনিয়নের চেকরমারি গ্রামের শহিদুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহিম ও কয়েকজন শিশু স্কুল থেকে বাড়ির যাওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কায় দেয়। এতে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে সে। খবর পেয়ে পুলিশ লাশের প্রাথমিক সূত্রহাল শেষে পরিবারকে হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ ওই শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম