গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গঙ্গারডোবা গ্রামে সোমবার গভীর রাতে আবুল হোসেন বেপারীর প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৬টি বিদেশী গরু অগ্নিকান্ডে পুড়ে গেছে।
জানা গেছে, আবুল হোসেন বেপারী দীর্ঘদিন থেকে বিদেশী গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু অগ্নিকান্ডে গরু পুড়ে যাওয়ায় সে দিশেহারা হয়ে পড়েছে। পুড়ে যাওয়া গরুর মধ্যে তিনটি শাহীওয়াল ও ২ ফ্রিজিয়ান ও ১টি দেশী। গোয়াল ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করা হচ্ছে। এদিকে মঙ্গলবার দুপুরে ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুরজামান রিংকু ক্ষতিগ্রস্থ পরিবার পরিদর্শন করেছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম