মানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরণে ছেলে-মেয়েসহ মা দগ্ধ হয়েছেন। গতকাল ২ নভেম্বর, শনিবার রাতে সদর উপজেলার মুন্নু টেক্সটাইল মিলের আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল রাতে টেক্সটাইল মিলের আবাসিক এলাকায় প্রকৌশল বিভাগের ইনচার্জ ইব্রাহিম হোসেনের বাসায় ব্লেন্ডারে চাল গুঁড়া করছিলেন তার স্ত্রী আসমা বেগম (৫০)।
এসময় আচমকা বিস্ফোরিত হয় ব্লেন্ডারটি। সাথে সাথে বাসায় আগুন ধরে যায়। এসময় আসমা বেগমসহ তার ছেলে আরিফ হোসেন (১৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৮) দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার সময় বাসায় ছিলেন না আসমা বেগমের স্বামী প্রকৌশলী ইব্রাহিম হোসেন।
ঢামেকের কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গেছে, আরিফের ৬২ শতাংশ, সুমাইয়ার ৮০ শতাংশ ও আসমার ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম