খাগড়াছড়ির দীঘিনালা থেকে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১ নভেম্বর, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকার একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শাকিল হোসেন (৫২) নামের ওই আওয়ামী লীগ নেতাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
নিহত শাকিল হোসেন উপজেলার মেরুং ইউনিয়নের শহীদ জব্বারপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব।
এ বিষয়ে মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন জানান, ব্যক্তিগত কাজে শুক্রবার সন্ধ্যার দিকে রেংকার্য্য এলাকায় যান শাকিল হোসেন। রাত ১০টার দিকে পথচারীরা রাস্তার পাশের একটি আমগাছে তার লাশ দেখতে পায়।
পরে তারা পুলিশে খবর দিলে তারা শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালের মর্গে নিয়ে যান।
এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিহতের পরিবার ও স্থানীয়রা কিছুই জানাতে পারেন নি। তবে শাকিল হোসেনের সাথে স্থানীয় কয়েকজনের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম