প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০১৯, ১১:৪৪ এ.এম
যশোরের বাগআঁচড়ায় ইজিবাইক থেকে পড়ে মারাগেলো মাদ্রাসা ছাত্রী

শাহারিয়ার হুসাইন :
ইজিবাইক থেকে পড়ে গিয়ে লিপি আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগআঁচড়া - জেকাঠি সড়কের কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ঝিকরগাছার কুমরি গ্রামের কওছার আলীর মেয়ে ও বাগআঁচড়া সিদ্দিকীয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্রী।
তার সহপাটি পারুল আক্তার জানান,লিপি প্রতিদিনের মত বাসা থেকে খেয়ে মাদ্রাসায় আসে। আজ সে না খেয়ে মাদ্রাসায় এসেছিল। যে কারনে দুটো ক্লাশ করে ছুটি নিয়ে ইজিবাইকে করে বাড়ী ফিরছিলো। মাঝপথে কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ মাথাঘুরে ইজিবাইক থেকে পড়ে যায়।
স্থানীরা উদ্ধার করে ক্লিনিকে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
লিপি আক্তারের মারা যাওয়ার খবরে মাদ্রাসার শিক্ষার্থীরা শোকাহত হয়ে পড়ে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম