আমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বরগুনা সংবাদদাতাঃ
আমতলী-পটুয়াখালী মহাসড়কে বসাক বাজার নামক স্থানে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের জহিরুল ইসলাম (৩৫) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এক ঘটনায় আরো একজন আহত হয়েছে।
নিহত জহিরুল ইসলাম আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আতাহার উদ্দিন হাজীর ছেলে। রোববার (২৬ অক্টোবর) রাত ৮ টায় বসাক বাজার এলাকায় এলাকায় আমতলী পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অফিশিয়াল কাজে মোটরসাইকেল যোগে পটুয়াখালী এরিয়া অফিসে যাচ্ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে তারা আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহিরুল ইসলাম কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য জনকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জহিরুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজাড়িতে আকাশ-বাতাশ ভাড়ী হয়ে উঠেছে। আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, খবর পেয়েছি। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।
