6:39 PM, 13 November, 2025

বরগুনায়  কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

FB_IMG_1572238113070
বরগুনা প্রতিনিধিঃ 
বরগুনা সদর উপজেলায় ইমরান হোসেন নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ইমরান উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের কোরক এলাকার খলিল ফিটারের ছেলে। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের ছাউনির সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরের মরাদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার লোকজন মসজিদের ছাউনি সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমরানের মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান জানান, মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।