ধানমণ্ডিতে আবাসিক ভবনে আগুন

রাজধানীর ধানমণ্ডিতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আজ ২৬ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমণ্ডি ৬/এ সড়কের ঈদগাহের সামনে ১২ তলা ওই ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এছাড়া এ ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদও পাওয়া যায়নি।
