ঠাকুরগাও পীরগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ জন মোটরসাইকেল আরোহী আহত

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাও পীরগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ জন মোটরসাইকেল আরোহী আহত,
ঠাকুরগাও পীরগঞ্জ উপজেলা মিলন বাজার রেলক্রসিংয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এবং সাথে থাকা তিনজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।বুধবার দুপুরে মিলন বাজার রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আশেপাশের লোকজন জানান এ ঘটনায় সাব্বির,শাহীন,শানু,গুরুতর আহত হয় আহতদের সকলের বাড়ি পীরগঞ্জ উপজেলা সেনুয়া গ্রামে। স্থানীয়রা জানান মিলন বাজার রেলক্রসিংয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের ভর্তি করা হয়। এদের মধ্যে সাব্বির হোসেন খুব গুরুতর আহত হওয়া তাকে দিনাজপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
