2:32 AM, 13 November, 2025

কঙ্গোতে বাস উল্টে আগুন, পুড়ে মরলো ৩০ জন

congo-bus-fire

একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। গতকাল ২০ অক্টোবর, রবিবার রাতে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

রেডক্রসের বরাত দিয়ে সংবাদে জানানো হয়, রবিবার রাতে শতাধিক যাত্রী নিয়ে বাসটি লুফু এলাকা থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিলো। পথে ব্রেকফেল করলে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে মহাসড়ক থেকে ছিটকে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।

রেডক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা দুর্ঘটনার সংবাদটি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের প্রাণ হারানোর খবর পেয়েছি। এ ঘটনায় আহত ১৮ জনেরই শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে।’

তারা এখন দুর্ঘটনায় নিহতদের মরদেহ শনাক্ত করার চেষ্টা করছেন বলেও জানান ডেভিড সিয়ালা।

নাচা নামের আহত এক যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে শতাধিক যাত্রী ছিলো। অনেকের দেহ এমনভাবে পুড়ে গেছে যে, তাদের চেনাই যাচ্ছে না।