2:00 AM, 13 November, 2025

চট্টগ্রামে ঘরে বাবা-মেয়ের লাশ, গলায় ছুরিকাঘাতের চিহ্ন

untitled-1_5552

চট্টগ্রামে নগরীতে নিমতলীর একটি বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুইজন হলেন- মো. আরিফ (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা।

১৯ অক্টোবর, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

তিনি বলেন, ‘নগরীর বন্দর থানার নিমতলীর এলাকায় বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল।’

তিনি আরো বলেন, ‘বাবা ও মেয়ের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিও পাওয়া গেছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।’