প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০১৯, ৯:৫৪ এ.এম
আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড,৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বরগুনা সংবাদদাতাঃ
আমতলী উপজেলার পৌরশহরের ২ নং ওয়ার্ড ব্রাক ব্যাংক সংলগ্ন আলী হাওলাদারের বাসায় অগ্নি সংঘটিত হয় এতে তার ঘর, মোটরসাইকেল, আসবাবপত্র, তার ভাড়াটিয়া মন্টু মিয়ার আসবাবপত্র পুড়ে গেছে।
এতে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
আমতলী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, আজ বুধবার সন্ধ্যায় আমতলী পৌর শহরের ২ নং ওয়ার্ডের আলী হাওলাদারের বাসায় আগুন জ্বলতে দেখা যায় পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বলেন, আগুন নিয়ন্ত্রণে। সময়মতো না পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ আর বেড়ে যেতো। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম