4:50 AM, 13 November, 2025

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলার রহমানের বিদায়ী সংবর্ধনা

72422618_838841909851761_783683479702339584_n

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম. এ সাজেদুল ইসলাম(সাগর)ঃ

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ থানার আয়োজনে উপ-পরিদর্শক মোঃ ফজলার রহমানের বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি মোঃ সাকেদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সামছুল আলম, উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম, এ.এস.আই দুলাল মিয়া প্রমুখ। থানা অফিসার ইনচার্জ জানান- দীর্ঘ ৪০ বছর ৯ মাস চাকুরী জীবন অতিবাহিত করে অবসর গ্রহণ করেন। তিনি জানান- পুলিশের আইন শৃঙ্খলার দায়িত্ব পালনে উপ-পরিদর্শক ফজলার রহমান সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে গেছেন। শেষে ওই পরিদর্শকের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।