প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০১৯, ৬:৩৪ পি.এম
বরগুনার বেতাগীতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার বেতাগীতে ফারজানা (১৯) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে নিজের বাবার বাড়ী বসে ওই গৃহবধূ বিষপান করার পরে অসুস্থ হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসাপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে ফারজানা মারা যায়। ফারজানা বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের সরিষামুড়ী গ্রামের সাইফুলের স্ত্রী।
ফারজানার বোনজামাই (দুলা ভাই) ইলিয়াছ জানান, হঠাৎ করে বিষপানের খবর পেয়ে ফারজানাকে নিয়ে হাসপাতালে আসি। কিন্তু কি কারনে সে বিষপান করেছে তা আমার জানানেই।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, বিষপান করে মারা যাওয়ার খবর পেয়ে হাসাপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম