দেবীগঞ্জে সড়ক দূঘটনায় এক যুবক নিহত

কাজী সাইফুল, পঞ্চগড় প্রতিনিধি:
দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকায় একটি তেলবাহী ট্যাংলড়ির ধাক্কায় শান্ত রায় (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেলে সোনাহার বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত রায়ের বাড়ি নীলফামারী জেলা সদরের বড়ইপাড়া এলাকায়। সে ওই এলাকার সুশীল রায়ের ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে শান্ত রায় নীলফামারী থেকে মোটরসাইকেল যোগে দেবীগঞ্জ যাচ্ছিলেন। যাওয়ার পথে সোনাহার বাজার মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংলরি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন শান্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসকরা। রংপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
