গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের নালীউড়ি জামে মসজিদের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মকছুদ আহমদ (২০) নামের সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। সে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের লেখই মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মকছুদ আহমদ সিএনজি অটোরিকশা নিয়ে ঢাকাদক্ষিণ থেকে ভাদেশ্বরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে উপজেলার ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের নালীউড়ি জামে মসজিদের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের (ঢাকা মেট্টো-গ-১৩-১৭৫৫) সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়ে মুছরে যায়। এসময় সিএনজি চালক মকছুদ আহমদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন আহত সিএনজি চালকের চাচা রেবুল আহমদ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম