2:04 AM, 13 November, 2025

সৌদিতে আবারো হামলার হুমকি ইয়েমেন সেনাবাহিনীর

yahya-saree

সৌদি আরবের আরামকো তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় আবারো হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনে সামরিক বাহিনী। তেল স্থাপনাটি এখনো তাদের টার্গেটে রয়েছে এবং সেখানে যেকোনো মুহূর্তে আবারো হামলা হতে পারে বলে জানায়।

১৬ সেপ্টেম্বর, সোমবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি টুইটারে দেয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। এমন খবর প্রকাশ করেছে পার্সটুডে।

ওই টুইটে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, আরামকো তেল স্থাপনায় স্বাভাবিক এবং বিমানের ইঞ্জিন পরিচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, ইয়েমেনের ওপরে সৌদি আরবের সামরিক আগ্রাসন বন্ধ করা এবং অবরোধ তুলে নেয়া উচিত অন্যথায় ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি আরবের যেকোন যায়গায় যেকোন সময় তারা তাদের পছন্দমতো হামলা চালাবে।

এদিকে, ইয়েমেনে সামরিক বাহিনী সৌদি আরবের এত গভীরে এই ধরনের হামলা চালাতে সক্ষম নয় বলে রিয়াদ এবং ওয়াশিংটন যে দাবি করেছে যে তা নাকচ করে দিয়েছে ইয়েমেনরে একজন সরকারি কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, ‘সৌদি আগ্রাসন বন্ধ না হলে ইয়েমেনের সেনারা এ ধরনের হামলা অব্যাহত রাখবে।’

প্রসঙ্গত, আরামকো কোম্পানির আবকাইক এবং খুরাইশ তেল স্থাপনায় ইয়েমেনের সামরিক বাহিনী দশটি ড্রোনের সাহায্যে ব্যাপক হামলা চালানোর পর নতুন করে এই হুমকি দিল। শনিবার খুব ভোরে হুথি আন্দোলনের সমর্থিত ইয়েমেনি সেনারা ওই হামলা চালায়।