3:49 AM, 13 November, 2025

সৌদিআরবে রান্না করতে গিয়ে লাশ হলেন প্রবাসী ইসমাইল

FB_IMG_1554849824452

এবি,এম ফারুকঃসৌদি আরবের রিয়াদ শহরের একটি বাসায় নিজের জন্য রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ইসমাইল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা। ইসমাইল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর রায়পুর গ্রামের আমান উল্লার ছেলে। তার মরদেহ বর্তমানে সৌদি আরবের রিয়াদ হাসপাতাল মর্গে রয়েছে।
ইসমাইলের স্ত্রী ফেন্সি বেগম জানান, ১০ বছর ধরে তার স্বামী সৌদি আরবের রিয়াদ শহরে একটি আবাসিক ভবনের তত্ত্বাবধায়কের কাজ করেন। চার বছর আগে বাড়িতে এসে ছুটি শেষে আবার ফিরে যান। গত ১৩ দিন আগে ইসমাইল রিয়াদ শহরে একটি বাসায় নিজের জন্য রান্না করতে গিয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে দগ্ধ হন। এতে তার মুখসহ শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সকালে তার বন্ধু আলাউদ্দিন সৌদি থেকে ফোনে জানিয়েছেন ইসমাইল মারা গেছেন।

ইসমাইলের মৃত্যুর সংবাদে স্ত্রী ও সন্তান কান্না ভেঙ্গে পড়েন। পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন পাগল প্রায় ইসমাইলের পরিবারের সদস্যরা। রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমির হোসেন বলেন, স্বজনদের কাছ থেকে ইসমাইলের মৃত্যুর খবর পেয়েছেন। দ্রুত মরদেহ দেশে আনতে ইসমাইলের স্ত্রী ও সন্তান দাবি জানিয়েছেন।