6:54 PM, 13 November, 2025

জঙ্গি আতঙ্ক ছড়িয়ে স্ত্রীর বিদেশযাত্রা ঠেকানোর চেষ্টা

untitled-1_5250

আন্তর্জাতিক ডেস্কঃ স্ত্রীর বিদেশযাত্রা ঠেকাতে তাকেই জঙ্গি বানিয়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন তার স্বামী। বিমানবন্দরে ফোন করে তিনি বলেন, তার স্ত্রী বোম মেরে বিমান উড়িয়ে দেবেন। এভাবে তার বিদেশ যাত্রা আটকাতে পারলেও বোমাতঙ্কের ভুয়া খবর ছড়ানোর অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। আটককৃত যুবকের নাম নাসিরউদ্দিন (২৯)। শুক্রবার তাকে দিল্লির ভাবনা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরুউদ্দিনের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে একটি ব্যাগ তৈরির কারখানা আছে। সেখানকার এক মহিলা কর্মী রাফিয়াকে বিয়ে করেছিলেন তিনি। কিছুদিন পর ভারত ছেড়ে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করেন রাফিয়া। বেশি টাকা রোজগারের আশায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু, স্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি নাসিরুউদ্দিন। তার বিদেশযাত্রা ঠেকাতে সবরকম চেষ্টা চালায়। যদিও তাতে কোনো লাভ হয়নি। নিজের সিদ্ধান্তে অনড় থেকে মধ্যপ্রাচ্যের দেশে যাওয়ার টিকিটও কেটে ফেলেন রাফিয়া।

এরপরই স্ত্রীর বিদেশযাত্রা ঠেকাতে এমন কাণ্ড ঘটালেন নাসিরউদ্দিন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিনে’র খবরে বলা হয়, গত ৮ আগস্ট মধ্যপ্রাচ্যের বিমান ধরবেন বলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন রাফিয়া। কিন্তু, তিনি সেখানে পৌঁছনোর আগেই বিমানবন্দরে ফোন করে নাসিরউদ্দিন। বলে, তার স্ত্রী রাফিয়া একজন আত্মঘাতী জঙ্গি। দুবাই বা সৌদি আরবগামী বিমান উড়িয়ে দেয়ার চক্রান্ত করছে। তার এই ফোনের পর বিমানবন্দরে তল্লাশি শুরু করে সিআইএসএফ। কিন্তু, কোথাও কিছু পাওয়া যায়নি। এরপর তদন্তে নেমে পুরো ঘটনাটির কথা জানতে পারে পুলিশ। আর তারপরই গ্রেপ্তার করা হয় নাসিরউদ্দিনকে।

গত জুলাই মাসের ৬ তারিখ প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। হায়দ্রাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগো সংস্থার বিমানে বোমা আছে বলে ফোন এসেছিল। তারপরই তৎপর হয়ে উঠেছিলেন বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকরা। কারণ, ওইদিনই দলের সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে হায়দ্রাবাদে আসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাই ব্যস্ত হয়ে পড়েছিলেন সবাই। তদন্তে নেমেছিল হায়দ্রাবাদের পুলিশও। পরে জানা যায়, আতঙ্ক ছড়ানোর জন্য ফোনটি করেছিল নাসিরউদ্দিন।