9:59 AM, 13 November, 2025

মদিনায় যাওয়ার পথে বাংলাদেশি হাজি নিহত

soudi-arab_1

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে বাংলাদেশি হাজিদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় মদিনা থেকে ১০০ কিলোমিটার দূরে ওয়াজুল ফারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ দূতাবাসের সচিব (প্রেস) ফখরুল ইসলাম এ তথ্য জানান। তবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি।

হজ পালনের পর মদিনায় মহানবীর (সা.) কবর জিয়ারতে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা।

প্রেস সচিব ফখরুল বলেন, ‘বাসের চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে মোট ৩৫ জন ছিলেন। আহতদের চারজনকে ওয়াজুল ফারা হাসপাতাল, আটজনকে কিং ফাহাদ হাসপাতাল, সাতজনকে মিকাত হাসপাতালে, দুজনকে ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রেস সচিব ফখরুল।