2:03 AM, 13 November, 2025

ওয়াশিংটনে ২৬শে মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা

untitled-6_24

আন্তর্জাতিক ডেস্কঃ ২৬শে মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। মঙ্গলবার এক বিবৃতিতে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোজার এ ঘোষণা দেন। বাংলাদেশের স্বাধীনতার ৪৯তম দিবসে এমন ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে বলা হয়, বিশেষ দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের স্মরণ করছে বাংলাদেশের মানুষ।

এতে আরো বলা হয়, ‘ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্রে অংশ নিয়েছে বাংলাদেশ ‍দূতাবাস।  সঙ্গে বেশ কিছু কার্যক্রমেও অংশ নিয়েছে। এই বিশেষ দিনটিকে বাংলাদেশ দিবস ঘোষণা করে আমি বাংলাদেশি রাষ্ট্রদূত ও জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *