8:23 AM, 13 November, 2025

বৃষ্টির সঙ্গে আকাশ থেকে ঝরছে প্লাস্টিক

untitled-1_5225

আন্তর্জাতিক ডেস্কঃ বৃষ্টির সঙ্গে আকাশ থেকে প্লাস্টিকও ঝরছে। তবে এই প্লাস্টিক বা প্লাস্টিক কণা খালি চোখে দেখা যায় না। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা মাইক্রোসকোপের নিচে ডেনভার ও বোল্ডার এবং কলোরাডোর বৃষ্টির পানি নিয়ে এ তথ্য জানতে পেরেছেন।

‘প্লাস্টিকের বৃষ্টি হচ্ছে’ শিরোনামে গবেষণাটি চালিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। সংগৃহীত নমুনার ৯০ শতাংশের মধ্যেই প্লাস্টিক কণা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এগুলোর অধিকাংশই ফাইবার আকৃতিতে আছে এবং বিভিন্ন রঙ থেকে এসেছে। এর মধ্যে নীল রঙের প্রাধান্য বেশি। তবে লাল, রুপালি, গোলাপি, সবুজ, হলুদ ও অন্যান্য রঙও রয়েছে। মেঘের মধ্যে প্লাস্টিক কোথা থেকে এসে মিশছে তা জানা যায়নি। তবে প্লাস্টিকের মিশ্রন বেড়ে চলছে।

এর আগেও বিজ্ঞানীরা বৃষ্টির মধ্যে প্লাস্টিক কণার সন্ধান পেয়েছেন। দক্ষিণ ফ্রান্সের পিরেনিজে বৃষ্টির সঙ্গে এই প্লাস্টিক কণার সন্ধান পাওয়া গিয়েছিল।