আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরে গণহত্যার আশঙ্কা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘বিশ্ব কি চুপ করে বসে কাশ্মীরে মুসলিম গণহত্যা দেখতে থাকবে?’ ভারত অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে স্রেব্রেনিকা ও গুজরাট গণহত্যার সঙ্গে তুলনা করে আরেকবার মুসলিম নিধনের আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান।
বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তান ঘোষিত ‘কালো দিবস’ উপলক্ষে টুইটারে দেয়া এক বার্তায় এ কথা বলেন তিনি। খবর ডন ও একপ্রেস ট্রিবিউনের।
ইমরান খান বলেন, ‘বিগত ১২ দিন ধরে কাশ্মীরে ভারত সরকার কড়া বিধিনিষেধ জারি করে রেখেছে। বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।’
টুইটবার্তায় বিশ্বশক্তির প্রতি প্রশ্ন রেখে ইমরান খান বলেন, ‘কাশ্মীর নিয়ে নীরবতা পালন করে বিশ্ব কি গুজরাট ও স্রেব্রেনিকার মতো আরেকটি মুসলিম গণহত্যা দেখতে চায়?’
এদিকে কাশ্মীরের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানজুড়ে কালো দিবস পালিত হচ্ছে।
কালো দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খানও টুইটারে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম