3:26 AM, 13 November, 2025

চীন-ভারতকে আর সুবিধা নিতে দেবেন না ট্রাম্প

donald-trump_49

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভারত এবং চীন আর উন্নয়নশীল দেশ নয়। তারা নিজেদের উন্নয়নশীল দেশ হিসেবে পরিচয় দিয়ে ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন থেকে সুবিধা নিচ্ছে।’ তিনি দৃঢ়ভাবে বলেন, তিনি আর এটি হতে দেবেন না। খবর হিন্দুস্থান টাইমস।

মঙ্গলবার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘ভারত ও চীন – এশিয়ার দুই অর্থনৈতিক জায়ান্ট। তারা এখন আর উন্নয়নশীল দেশ নয় এবং তারা ডব্লিউটিওর কাছ থেকে সুবিধা নিতে পারে না।’

তিনি আরো বলেন, ‘তারা উন্নয়নশীল দেশ হিসেবে ডব্লিউটিওর কাছ থেকে সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রকে অসুবিধায় ফেলছে।’

ট্রাম্প বলেছিলেন, ‘তারা (ভারত ও চীন) বছরের পর বছর ধরে আমাদের থেকে সুবিধা নিয়ে আসছে। জেনেভা ভিত্তিক ডব্লিউটিও একটি আন্তঃসরকারি সংস্থা যা বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে।’

ট্রাম্প আশা প্রকাশ করেন, ‘ডব্লিউটিও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ন্যায়সুলভ আচরণ করবে।’ তিনি বলেন, ‘ডব্লিউটিও চীন ও ভারতের মতো কিছু নির্দিষ্ট দেশকে উন্নয়নশীল হিসেবে দেখছে। এটা ভাল, তারা উন্নত হয়েছে। এসময় চীন ও ভারতের মত দেশগুলোকে ডব্লিউটিও থেকে সুবিধা নিতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।’

তিনি বলেন, ‘আমরা এটিকে আর হতে দিচ্ছি না … সবাই উন্নত হচ্ছে কিন্তু আমরা…।’

উল্লেখ্য, এর আগে একটি দাপ্তরিক আদেশে ট্রাম্প ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে (ইউএসটিআর) ওইসব রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের ক্ষমতা প্রদান করে, যারা উন্নত অর্থনীতির দেশ হয়েও ভিন্ন উপায়ে ওয়াল্ড ট্রেড অরগানাইজেশন থেকে সুবিধা নিচ্ছে।