আন্তর্জাতিক ডেস্কঃ জম্মুতে সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাগুলো সরিয়ে নেওয়া হয়েছে, যদিও কাশ্মীরে আরও ‘কিছু সময়ের জন্য’ অব্যাহত থাকবে ওই কড়া বিধিনিষেধ। বুধবার এমনটাই জানিয়েছেন সেখানকার এক প্রবীণ পুলিশ আধিকারিক। খবর এনডিটিভির।
জম্মুতে আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি সরিয়ে দেয়া হয়েছে। তবে কাশ্মীরের কিছু জায়গায় এখনো কিছু সময়ের জন্য নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে জম্মু ও কাশ্মীর পুলিশের অধিকর্তা মুনির খান এই ঘোষণা দেন।
জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ওই পুলিশ কর্তা আরো জানান, এই থমথমে পরিস্থিতিতেও উপত্যকায় বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ক্রমে এই নিষেধাজ্ঞাগুলো সরিয়ে নেয়ার কথা বলার ঠিক একদিন পরেই নিষেধাজ্ঞা শিথীল করার এ ঘোষণা দেয়া হলো।
তিনি জানান, প্যালেটের ঘায়ে আক্রান্ত কয়েকজনের এই মুহূর্তে চিকিৎসা চলছে। ওই পুলিশ কর্তা আরো বলেন, এই মুহূর্তে মূল লক্ষ্য হল রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপন নিশ্চিত করা।
গত ৪ অগাস্ট থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে জম্মু ও কাশ্মীর। কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর ওই অঞ্চলে কড়া বিধিনিষেধ আরোপ করে।
এরই প্রেক্ষিতে কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি সহ কাশ্মীর উপত্যকার প্রায় ৪০০ জন রাজনৈতিক নেতা আটক করা হয়েছে। ৫০,০০০-এরও বেশি নিরাপত্তা রক্ষী জম্মু ও কাশ্মীরের রাস্তায় প্রহরারত রয়েছেন এবং ফোন পরিষেবা এবং ইন্টারনেট এখনও বন্ধ রয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম