
আন্তর্জাতিক ডেস্কঃ রাজ্যসভায় পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে অনায়াসে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্য পুনর্গঠন বিল এবং তিন তালাক বিল দুটি পাস করিয়ে নিয়েছে মোদি সরকার। সেই সাফল্যে উজ্জীবিত হয়ে এবার ধর্মান্তরকরণ বিরোধী আইন তৈরির পরিকল্পনা করছে তারা।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, মূলত হিন্দুদের ধর্মান্তর রুখতে এবং ‘লাভ জেহাদ’এর মতো ঘটনা আটকাতেই ওই বিল আনতে যাচ্ছে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। যা কট্টরপন্থী দলটির শরিকদের দীর্ঘদিনের দাবি।
বিজেপি নেতাদের একাংশের দাবি, এখনো জোর করে কিংবা নানারকম প্রলোভন দেখিয়ে ধর্মান্তরণ ঘটে চলেছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় এর সংখ্যা খুব বেশি। এছাড়া, ভালোবাসার নামেও পরিকল্পিতভাবে হিন্দুমেয়েদের ধর্ম পরিবর্তন করা হচ্ছে। সেটাকেই ‘লাভ জেহাদ’ বলা হচ্ছে।
অন্যদিকে বিরোধীদের দাবি, একজন প্রাপ্তবয়স্ক কোন ধর্মে বিয়ে করবেন বা কোন ধর্ম গ্রহণ করবেন সেটা তার মৌলিক অধিকার।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম